আমুদরিয়া নিউজ ডেস্কঃ আর হাতে মাত্র কটা দিন তারপরেই পুজো। পুজোর শপিংয়ে ব্যস্ত সকলে। আর পুজোর চারদিন নিজেকে ঝলমলে দেখানোর জন্য এখন থেকেই স্কিনকেয়ার রুটিনে নজর দিয়েছেন অনেকেই। এই দিকে রোজকার দৌড়ঝাঁপ এবং কাজের চাপে চোখের নীচে পড়েছে কালি। সেই কালি মোছার জন্য বাজার চলতি বেশি টাকার বহু আন্ডার আই ক্রিম ব্যবহার তো করছেন। তবুও পাচ্ছেন না মনের মত রেজাল্ট? তাহলে এ বার একটু ঘরোয়া টোটকা কাজে লাগানো যাক।
রাতে ত্বকের যত্ন:
ত্বকের সৌন্দর্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাইট স্কিনকেয়ার। চোখের নিচের কালি দূর করার জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে এক ফোঁটা আমন্ড অয়েল চোখের নীচে বুলিয়ে নিন। সেই ভাবেই শুয়ে পড়ুন। সকালে উঠে ধুয়ে নিলেই অনেকটা ভালো রেজাল্ট পাবেন। ভিটামিন ই সমৃদ্ধ এই তেলের ছোঁয়ায় চোখের নীচের ত্বক হবে কোমল। দূর হবে কালচে দাগও।
কাঁচা দুধ:
কাঁচা দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। এই উপাদান ত্বককে ভিতর থেকে এক্সফলিয়েট করে। মৃত কোষ দূর করতে সাহায্য করে। ফলে ঝলমলে ত্বক বেরিয়ে আসে। তাই কাঁচা দুধ দিয়েও আপনি ডার্ক সার্কেল দূর করতে পারেন। এর জন্য কটন প্যাড দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর তা দুই চোখের উপরে রাখুন। ১৫ মিনিট পর সরিয়ে নিন। এতেই ডার্ক সার্কেল কমবে। চোখের ফোলা ভাবও দূর হবে।
শসা:
শসা দিয়েও দূর করতে পারেন ডার্ক সার্কেল। ফ্রিজে রাখা শসা গোল গোল করে কেটে নিন। তারপর তা চোখের উপর দিয়ে রাখুন ১৫ মিনিট। এই ভাবে নিয়মিত শসার ব্যবহারে ধীরে ধীরে মিলিয়ে যাবে কালচে দাগ।
টি ব্যাগ:
টি ব্যাগ দিয়েই ত্বকের সৌন্দর্য বাড়াতে পারেন।
টি ব্যাগে পাওয়া যায় ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এ সব উপাদান রক্তনালি সংকুচিত করে প্রদাহ কমাতে সাহায্য। সেজন্য প্রথমে গ্রিন টি বা ব্ল্যাক টি-র দুটি ব্যাগ ফ্রিজে রেখে দিন। ১৫ মিনিট পর সেই টি ব্যাগ দুটি বের করে চোখের উপর রাখুন। এই উপায়ে নিমেষে কমবে চোখের নীচের কালি ও ফোলা ভাব।
তাহলে পুজোর আগে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে এভাবে ঘরোয়া উপায়ে নানা টোটকার ব্যবহার করতে পারেন।