আমুদরিয়া নিউজ ডেস্কঃ গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে জামাই এবং শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শাশুড়ির নাম সাবিত্রী বর্মন এবং জামাইয়ের নাম পীযূষ বর্মন, কোচবিহার জেলার শীতলকুচির গোঁসাইয়েরহাটের বাসিন্দা বলে জানা গেছে।
এদিন পুলিশ ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সংলগ্ন পশ্চিম মাদাতি টোল প্লাজায় কোচবিহার থেকে রায়গঞ্জগামী একটি সরকারি বাস আটক করে। তারপর ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশির ফলে উদ্ধার হয় ২৫ কেজি গাঁজা। পুলিশের দাবি, বাজেয়াপ্ত করা গাঁজার বাজারমূল্য লক্ষাধিক টাকা। ওই গাঁজা কোচবিহার থেকে ফারাক্কায় পাচার করা হচ্ছিল পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জানতে পেরেছে।