আমুদরিয়া রিপোর্টার, আলিপুরদুয়ার, ১১ সেপ্টেম্বরঃ প্রত্যন্ত এলাকা থেকে নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তারি পড়ার সূযোগ পেলেন দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তি বাসিন্দা রিয়া বিশ্বকর্মা। কালচিনি ব্লকের দলসিংপাড়া বাসিন্দা রাজু বিশ্বকর্মা ও রোমা বিশ্বকর্মার কন্যা রিয়া বিশ্বকর্মা এবছর নিট পরীক্ষায় সফল হয়েছে। দলসিংপাড়ার মত চা বলয় অধ্যুষিত প্রত্যন্ত এলাকার মেয়ে দীর্ঘ চার বছর ধরে কোঠর পরিশ্রম করার পর এবছর সাফল্য পেয়েছে। এই এলাকায় নেই কোনো নিটের কোচিং সেণ্টার এমনকি নিট প্রস্তুতির জন্য নেই কোনো সুবিধা। ইউটিউবে অনলাইন ক্লাস করে রিয়া এই সাফল্য পেয়েছে। রিয়ার বাবা রাজু পেশায় ছোটো ব্যবসায়ী মা অঙ্গনয়াড়ি কর্মী।
রিয়া জানায়, ইউটিউবে অনলাইন ক্লাস করেছে এবং ঘড়ে বসেই প্রস্তুতি নিয়েছে সে। কোঠোর পরিশ্রম করলে তাঁর মত প্রত্যন্ত এলাকার অনেক মেধাবী ছাত্রছাত্রীরাও নিট পরীক্ষায় সফল হতে পারবে। রিয়া ৫৫৬ নম্বর পেয়েছে। কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে ইতিমধ্যেই রিয়া ভর্তি হয়ে গিয়েছে। রিয়ার এই সাফল্যে খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে সকলেই।