আমুদরিয়া নিউজ ডেস্ক: নেতাদের দল বদলে বন্ধ হয়ে যেতে পারে পেনশন, এমনই বিলে পাস করল হিমাচল প্রদেশ। ভারতীয় সংবিধানে সর্ব মোট ১২ টি তফসিল আছে। এই ১২ টির মধ্যে দশম তফসিলটি হলো এন্টি-ডিফেকশন অর্থাৎ দলত্যাগের কারণে অযোগ্য ঘোষণাসংক্রান্ত বিধান। সংবিধান রচনার প্রথম দিকে ৮ টি তফসিল ছিল পরে নানান সময়ে সংবিধান সংশোধিত হয় বারবার এবং বর্তমানে ১২ টি তফসিল রয়েছে। দশম তফসিলটি সংবিধানে যুক্ত করা হয় ১৯৮৫ সালে ৫২ তম সংবিধান সংশোধনের মাধ্যমে।
সম্প্রতি হিমাচলপ্রদেশের রাজ্যসরকার থেকে এই নিয়ে একটি বিল পাস করানো হয়েছে। হিমাচলপ্রদেশ বিধানসভায় সদস্যদের ভাতা ও পেনশন সংক্রান্ত সংশোধনী বিল ২০২৪ উত্থাপন করেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুকবিন্দর সিং সুকু। এই বিলে বলা হয় যদি কোনো বিধায়ক বা মন্ত্রী তার দল বদল করেন তবে এই তার পেনশন বন্ধ হয়ে যাবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে রাজনৈতিক মতাদর্শ কিছু সুযোগসন্ধানী নেতা ও মন্ত্রীদের জন্য কালিমালিপ্ত হচ্ছে বারবার, সেই সময়ে দাঁড়িয়ে হিমাচলপ্রদেশ সরকারের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।