আমুদরিয়া ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা না দিলেও প্যালেস্টাইনকে সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রসঙ্ঘের প্যালেস্টাইন মিশনের শেয়ার করা একটি ছোট্ট ভিডিও ক্লিপিংসে সেটা বোঝা গিয়েছে।
সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশন শুরু হয়েছে। ওই শেয়ার করা ভিডিও ক্লিপিংসে দেখা গেছে, মিশন প্রধান রিয়াদ মনসুর সদস্য রাষ্ট্রদের জন্য নির্দিষ্ট আসন সারিতে বসে রয়েছেন। রাষ্ট্রসঙ্ঘের সদস্য ১৯৩ দেশের মধ্যে অধিকাংশ দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়েছে। কয়েকটি দেশ আপত্তি জানিয়েছে।