আমুদরিয়া ডেস্ক : পূর্ব আফ্রিকার একটি দেশ হল কোমোরোস। গত ১৩ সেপ্টেম্বর সেই দেশের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে ছুরি মেরেছে একজন সরকারি কর্মী। যিনি নিরাপত্তা বলেয়ই থাকেন। তিনি আহত হলেও তা গুরুতর নয়।
বেসরকারি সংবাদ সংস্থা সূত্রের খবর, আক্রমণকারী একজন তরুণ। যিনি ২০০২ সালে সরকারি অফিসার হিসেবে যোগ দেন। ওই দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে জনতার একাঁস ডিক্টেরশিপ চালানোর অভিযোগে অনেকদিন ধরেই সরব।