আমুদরিয়া ডেস্কঃ আমেরিকার ভোটের খুব দেরি নেই। তার আগে এবার সে দেশের প্রেসিডেন্ট পদের এক দাবিদার ডোনাল্ড ট্রাম্পের উপরে বন্দুক নিয়ে হামলার চেষ্টা হয়েছে। রবিবার বেলা দেড়টার দিকে ট্রাম্প যখন গলফ খেলছিলেন তখন ঝোপের মধ্যে বন্দুকের নল দেখে সিক্রেট সার্ভিসের অফিসাররা গুলি চালান।
বন্দুকধারী পালায়, কিন্তু গাড়িটির নম্বর ও রং দেখে চারদিকে সতর্কতা জারি হলে বন্দুকধারী ধরা পড়ে। ধৃতের নাম নাম রায়ান ওয়েসলি রাউথ। তাঁর বিরুদ্ধে অতীতেও অপরাধের অভিযোগ রয়েছে।