আমুদরিয়া নিউজ ডেস্ক: এবার উত্তরবঙ্গের একটি অজানা গন্তব্যে ঘুরে আসতে পারেন অনায়াসে। সামনেই পুজো, আর পুজোর ছুটিতে অজানা অচেনা পাহাড়ি ডেস্টিনেশনে যাওয়ার কথা ভাবছেন অনেকেই? তবে সেক্ষেত্রে পৌঁছে যেতে পারেন উত্তরবঙ্গের এক অজানা গন্তব্যে। যার নাম কোলবং। এটি রয়েছে পাহাড়ের রানী দার্জিলিঙে। এই পাহাড়ি গন্তব্যে একবার গেলে আপনার আর পেতে ইচ্ছে করবে না এই ইট কংক্রিটের শহরে। চোখের সামনে স্বর্গীয় সৌন্দর্য দেখতে সকলেই চান। আর এই স্বর্গীয় সৌন্দর্যের খোঁজে ভ্রমণপিপাসুরা পৌঁছে যান পাহাড়ে। তবে এবার পাহাড়ের সৌন্দর্য আরো দ্বিগুণভাবে উপভোগ করবার জন্য যাওয়া যেতে পারে উত্তরবঙ্গের এই পাহাড়ি ডেস্টিনেশনে।
একেবারে নির্জন নিরিবিলি অজানা গন্তব্যের মধ্যে সবার প্রথমে মাথায় আসে কোলবং এর নাম। দার্জিলিংয়ের খুব কাছেই রয়েছে এই পাহাড়ি গন্তব্য। এই ছোট্ট পাহাড়ি ঠিকানার সৌন্দর্য অপরিসীম। জানেন কি কোলবং এ প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ!
চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, আর সেই পাহাড়ের গা বেয়ে ভেসে বেড়াচ্ছে মেঘ। অনেকেই আছেন যারা কোলাহল পছন্দ করেন না, তাদের কাছে এই কোলবং হতে পারে সেরা জায়গা। পাহাড়ের সঙ্গে চারিদিকে তাকালে দেখতে পাওয়া যায় ঘন পাইন বন। পাইন বন দিয়ে ঘেরা পাহাড়ের অলিগলি রাস্তা ধরে হেঁটে বেড়াতে কোন সময় পাহাড়ের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। রং বেরঙের ফুলের বাহার। যার গন্ধে মেতে রয়েছে কোলবং এর চারপাশ। নানা রঙের প্রজাপতিরা এসেও ফুলের মধু সংগ্রহ করে চলেছে। এত সুন্দর দৃশ্য দেখলে মন ভরে যায় সকলের।
এ ছাড়াও পাহাড়ে দূরের তুষারে ঘেরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখার মতো ধরা পড়বে। সূর্যের আলো যখন পড়ে কাঞ্চঞ্জঙ্ঘায়, তখন এই শান্তশুভ্র পাহাড় হয়ে ওঠে সোনালী রঙের। পাইন গাছ ছাড়াও এখানে রয়েছে দেবদারু গাছ। সন্ধ্যে হলে কটেজের বাইরে আগুন জালিয়ে পাহাড়ে রাতের পরিবেশ কেমন হয় তা উপলব্ধি করা। শিলিগুড়িগামী কোন ট্রেন ধরে পৌঁছে যেতে হবে এনজেপি। সেখান থেকে শেয়ারে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন দার্জিলিং। আর সেখান থেকে কিছুটা দূরে রয়েছে কোলবং।