আমুদরিয়া নিউজ ব্যুরো: আমেরিকার জনপ্রিয় হিপ হপ গাযক শন ডিডি কম্বসকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে একাদিক গায়িকা ধর্ষণের অভিয়োগ এনেছেন। গানের দুনিয়ায় বিখ্যাত করে দেওয়ার টোপ দিয়ে তাদের মাদক খাইয়ে ধর্ষণ করা হতো। কখনও পুরুষ পতিতাদের দিয়ে ধর্ষণ করিয়ে সেই ভিডিও তুলে রাখা হতো। আবার কেউ প্রতিবাদ করলে মারধর, মেরে ফেলার গুমকি দেওয়া হতো। এক গায়িকার প্রেমিক প্রতিবাদ করায় পেট্রোল বোমা দিয়ে তাঁর গাড়ি উড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
শন ‘ডিডি’ কম্বস হিপ-হপের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি বিখ্যাত সঙ্গীত নির্বাহী, প্রযোজক এবং অভিনয়শিল্পী। তিনি তিনটি গ্র্যামি জিতেছেন এবং বিআইজি, মেরি জে ব্লিজ, উশার, লিল কিম, ফেইথ ইভান্স এবং 112 এর মতো শিল্পীদের সাথে কাজ করেছেন। তিনি ব্যাড বয় প্রতিষ্ঠা করেছিলেন 1993 সালে। একটি জনপ্রিয় ভদকা কোম্পানি রয়েছে তাঁর।
প্রাথমিক তদন্তে আমেরিকার গোয়েন্দারা বলেছেন, তারা 50 জনের বেশি নিগৃহিতা এবং সাক্ষীর সাক্ষাৎকার নিয়েছেন এবং এই সংখ্যা বাড়বে বলে দাবি করছেন। ফেডারেল কর্তৃপক্ষ লস অ্যাঞ্জেলেস এবং মিয়ামিতে তার বিলাসবহুল বাড়িতে অভিযান চালানোর প্রায় ছয় মাস পর সোমবার কম্বসকে ম্যানহাটনে গ্রেপ্তার করা হয়েছিল। দোষী সাব্যস্ত যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে। কম্বসের “দ্য লাভ অ্যালবাম” গ্র্যামি অ্যাওয়ার্ডে সেরা প্রগতিশীল অ্যালবামের জন্য মনোনীত হয়েছিল। শোনা যাচ্ছে, গ্র্যামি কর্তৃপক্ষ পুরস্কারগুলি ফেরত নিতে পারে।