আমুদরিয়া নিউজ ব্যুরো : শাওনওয়াজ কানবার নামে পাকিস্তানের এক ডাক্তারকে নিবীর সম্পর্কে কুমন্তব্য করার অভিযোগে গুলি করে মেরেছে পুলিশ। তার পরে চিকিৎসকের বাড়ির লোকজন দেহ খবর দিতে গেলে জনতা গাড়ি থামিয়ে দেয়। বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যান। উত্তেজিত জনতা গাড়ির সহ দেহটি পুড়িয়ে দেয়।
মৃত্যুর আগে চিকিৎসক অবশ্য দাবি করেন, তাঁর ফেসবুক হ্যাক করে কেউ ওই মন্তব্য লিখেছে। পুলিশ তা মানতে রাজি হয়নি। পুলিশের দাবি, চিকিৎসক পুলিশ তদন্তে গেলে গুলি চালান। তখনই পুলিশ পাল্টা গুলি চালিয়ে তাঁকে মারে।