আমুদরিয়া নিউজ ব্যুরো : ভারত ও পাকিস্তানের সম্পর্কের নানা ওঠানামার কথা সকলেরই জানা। পুলওয়ামায় হামলার পরে ভারত-পাকিস্তানের মধ্যে অনেক সম্পর্কই তলানিতে ঠেকে। তার একটি ছিল সিনেমা। দু-দেশের সিনেমা এক দেশ অন্য দেশে রিলিজ করার অনুমতি দেওয়া বন্ধ করে দেয়। ১০ বছর পরে পের সেই সম্পর্ক আবার জুড়ছে। সব ঠিক থাকলে আগামী ২ অক্টোবর ভারতে মুক্তি পেতে চলেছে পাকিস্তানের সিনেমা দি লিজেন্ড অব মওলা জাঠ।
ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত সিনেমাটি পাকিস্তানে ২০২২ সালে মুক্তি পায়। এবার বারতে রিলিজ হবে। টেলিভিশন সিরিজ ‘হামসফর’-এর সুবাদে বছর কয়েক আগে ভারতীয়দের মন জেতেন ফাওয়াদ খান ও মাহিরা খান। ফাওয়াদ ও মাহির দুজনেই ভারতের সিনেমা প্রেমীদের কাছে পরিচিত মুখ। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমায় জুটি বেঁধেছিলেন মাহিরা। অন্যদিকে ‘কাপুর অ্যান্ড সন্স’-এ নজর কেড়েছিলেন ফাওয়াদ খান। এ ছাড়া আনুষ্কার সঙ্গে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও সোনম কাপুরের সঙ্গে ‘খুবসুরত’ সিনেমাতেও দেখা গেছে তাকে।