আমুদরিয়া নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুদিনের মধ্যে বৈঠক হবে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। তার প্রাক্কালে আমেরিকার শীর্ষ কর্তাদের কয়েকজন সে দেশে বসবাসকারী শিক্ষক বংশোদ্ভূত নাগরিকদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন। যা কি না তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
কারণ, আমেরিকা, কানাডার শিখ নাগরিকদের একাধিক সংগঠনের অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে। কয়েক মাস আগে কানাডার পক্ষ থেকে সেখানকার নাগরিক ও খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের আড়ালে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ তোলে। চার দিন আগে খালিস্তানপন্থী আরেক নেতা গুরুপতবন্ত সিং পান্নু, যিনি মার্কি নাগরিক, তিনি সে দেশে মামলা করে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাতে ভারতের নিরাপত্তা উপদেষ্টার নাম জড়িয়ে দিয়েছেন। এই প্রেক্ষাপটে ওই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত অবশ্য গোড়া থেকেই খালিস্তানপন্থীদের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।