আমুদরিয়া নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে. এখনও অবধি এগিয়ে মার্ক্সবাদী নেতা হিসেবে পরিচিত অনুরা কুমারা দিশানায়েকে। শনিবার এ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। আজ, রাতের মধ্যেই ভোটের চূড়ান্ত ফলাফল জানা যেতে পারে।
শ্রীলঙ্কার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন ৩৯ জন। তবে ভোট গ্রহণ শেষে তিনজনের নাম আলোচনায় শোনা যাচ্ছে। তাঁদের একজন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। কিন্তু তিনি তৃতীয় স্থানে রয়েছেন। এখনও অবধি ১০ লাখ মতো ভোট গোনা হয়েছে। প্রায় ৫৩ শতাংশ পেয়েছেন কুমারা দিশানায়েকে। বিরোধীদলীয় প্রার্থী সাজিথ প্রেমাদাসা পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ শতাংশ ভোট। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আছেন তৃতীয় স্থানে। ভারত মহাসাগরের দ্বীপদেশটির ভোটার ১৭ মিলিয়ন (১ কোটি ৭০ লাখ)। ভোটারের মধ্যে প্রায় ৭৫ শতাংশ গতকালের নির্বাচনে ভোট দিয়েছেন। এর আগে ২০১৯ সালের নির্বাচনে রেকর্ড ৮৩ দশমিক ৭২ শতাংশ ভোট পড়েছিল।