আমুদরিয়া নিউজ ডেস্ক : পুকুরে স্নান করছিল ১৪ বছরের কিশোরী। নির্জন দুপুরে তাকে একা দেখে তিন যুবক দলে নেমে শ্লীলতাহানির চেষ্টা করে। চিৎকার শুনে এলাকাবাসীরা গিয়ে তিনজনকে ধরে মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ত্রিপুরার বিলোনিয়ার নেতাজিপল্লির ঘটনা।
পুলিশ জানায়, মুর্শিদাবাদের আদি বাসিন্দা তিন যুবক কাজের সূত্রে ত্রিপুরায় রয়েছে. তারা ওই এলাকায় অনেকেদিন ধরেই মেয়েদের উত্যক্ত করছিল বলে অভিযোগ। এদিন গ্রামবাসীরা দল বেঁধে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন।