আমুদরিয়া নিউজ ডেস্ক : শুধুমাত্র শিশু পর্নোগ্রাফিক সামগ্রী সংরক্ষণ করলেও তা পসকো আইন অনুযায়ী অপরাধ বলে জানাল সুপ্রিম কোর্ট। যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা দিতেই রয়েছে পসকো আইন। সেই আইনের অধীনেই শিশু পর্ণোগ্রাফিক সামগ্রী সংরক্ষণ একটি অপরাধ।
সেই সঙ্গে সুপ্রিম কোর্ট, শিশু পর্নোগ্রাফি শব্দটিকে “শিশুকে যৌন শোষণ এবং অবমাননাকর কর্মকাণ্ড” দিয়ে প্রতিস্থাপন করার জন্য POCSO আইন সংশোধন করে একটি আইন আনার জন্য সংসদকে পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় সরকার এই প্রভাবের জন্য একটি অধ্যাদেশ আনতে পারে বলে সুপ্রিম কোর্ট মনে করে।