আমুদরিয়া নিউজ ডেস্ক: অসমের বনাঞ্চলে গণ্ডারের সংখ্যা আগের তুলনায় ৫ গুণ বেড়েছে বলে দাবি করল অসম রাজ্য সরকার। সোমবার বিশ্ব গণ্ডার দিবসে এই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
তিনি জানান, ২০১৬ সাল থেকে অসমে গণ্ডার শিকার ক্রমশ কমেছে।তাই গণ্ডারের সংখ্যা বাড়ছে। ১৯৬০ সালে প্রায় ৬০০ টি গণ্ডার ছিল অসমে। এখন বেড়ে ৩০০০ এর বেশি হয়েছে।