আমুদরিয়া নিউজ ডেস্ক : বিচারক এবং বিচারপতিদের কোনও বিষয়েই আলটপকা মন্তব্য করতে নিষেধ করল ভারতের সর্বোচ্চ আদালত। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের ফুল বেঞ্চ ওই আদেশ দেন।
তাঁরা জানিয়ে দিয়েছেন, আগামী দিনে কোনও বিচারপতিই যেন কোনও সম্প্রদায়, কোনও ব্যক্তি, কোনও সংগঠন সম্পর্কে আলটপকা, আপত্তিকর মন্তব্য না করেন সেটা মাথায় রেখে কাজ করতে হবে।
সম্প্রতি কর্ণাটকের এক বিচারপতি শুনানির সময়ে একটি জায়গা সম্পর্কে পাকিস্তান বলে মন্তব্য করেছিলেন। ওই রাজ্যের এক বিচারপতি একজন মহিলা আইনজীবীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলে স্বতঃপ্রণোদিতভাবে পাঁচ সদস্যের।