আমুদরিয়া নিউজ ডেস্ক : কোনও হোটেলে যাচ্ছেন! কোথাও ভাড়া থাকছেন! তা হলে অবশ্যই লুকানো ক্যামেরা থেকে সাবধান থাকবেন। কারণ, এখন বিদ্যুতের বাল্বের হোল্ডারেও গোপন ক্যামেরা বসানোর ঘটনা ধরা পড়েছে। বেডরুম ও বাথরুমের বাল্বের হোল্ডারে ক্যামেরা লাগিয়ে দিনের পর দিন এক ছাত্রীর একাত্নত ব্যক্তিগতস সময়ের ভিডিও রেকর্ড করেছে একটি বাড়ির মালিকের ছেলে।
গত ২৪ সেপ্টেম্বর দিল্লির সকরপুর এলাকার ঘটনা। একটি অ্যাপার্টমেন্টে উত্তরপ্রদেশের এক ছাত্রী ভাড়া থাকতেন। তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। বাড়ির মালকিন ও তাঁর ছেলের ভাল ব্যবহারে ও নানা ধরনের সাহায্য পেয়ে তাদের বিশ্বাস করে ঘরের চাবিও রেখে যেতেন। সেই সুযোগে বাড়ির ছেলে করণ ছাত্রীর বেডরুমে ও বাথরুমে বাল্বের হোল্ডারে গোপন ক্যামেরা লাগিয়ে দেন। ছাত্রীটির একদিন সন্দেহ।
তিনি দেখেন, তাঁর হোয়াটস অ্যাপ কোনও অজানা কিছুর সঙ্গে লিঙ্ক হয়ে আছে। বাথরুমে গিয়ে হোল্ডারের মধ্যে অজানা বস্তু দেখেই পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেখে হোল্ডারের ক্যামেরা বসানো রয়েছে। পুলিশ জানতে পারে, ঘরের চাবি করণের কাছেও থাকে। তখনই পুলিশ করণকে গ্রেফতার করে।পুলিশে ফোন করেন যুবতী। পরে পুলিশ এসে ফের তল্লাশি চালায়। এবার যুবতীর বেডরুমের লাইট বাল্ব হোল্ডারের ভেতর থেকেও ক্যামেরা বের হয়।পুলিশ করণের কাছ থেকে দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে। তার মধ্যে যুবতীর একাধিক নগ্ন ভিডিও পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।