আমুদরিয়া নিউজ : বাংলাদেশের রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা-২০২৩ ঘোষণা করা হল। কবিতায় আল হাফিজ ও গল্পে সৈয়দ আহসান কবিরকে সম্মাননা দেওযার কথা ঘোষণা হল। আরও সাতজন কবি-সাহিত্যিক ও সংগঠক পাচ্ছেন সম্মাননা। বৃহস্পতিবার তাঁদের নাম ঘোষণা করা হয়। আগামী ৪ অক্টোবর তাদের হাতে তুলে দেওয়া হবে সম্মান-স্মারক।
আরও যাঁরা সম্মাননা পাচ্ছেন তাঁরা হলেন, কবিতায় এ এস এম এনামুল হক প্রিন্স, গল্পে সৈয়দ এনাম উল আজিম, উপন্যাসে লুৎফা জালাল, প্রবন্ধে পুরস্কার পাচ্ছেন শফিকুল ইসলাম আরজু ও এম সামাদ মতিন এবং ছড়ায় মহম্মদ মহম্মদ ডালিম।