আমুদরিয়া নিউজ : বেঙ্গালুরুতে মহিলাকে খুনের পরে ৫৯ টুকরো করে ফ্রিজে রাখার কথা বাড়ির লোকের কথা বলেছিল দোষী যুবক। ওড়িশার ভদ্রকের বাসিন্দা ওই যুবকের পরিবারের লোকজনের দাবি, মহিলার লাগাতার নির্যাতন ও ব্ল্যাকমেলের শিকার হয়েই এমন ঘটনা ঘটিয়েছে রঞ্জন রায়।
তাঁর ভাই পুলিশের কাছে দাবি করেছেন, মহিলা স্বামীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে তাঁর ভাইয়ের সঙ্গে থাকতেন। দুজনের বিয়ের কথাও হয়েছিল। কিন্তু, তাঁর ভাইয়ের উপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাত ওই মহিলা। কিন্তু, অত্যাচার চালালে পুলিশকে না জানিয়ে আইন নিজের হাতে নিয়ে এভাবে খুন করা যায় কি সেই প্রশ্ন উঠেছে।
জবাবে দোষীর ভাই বলেছেন, খুনের পরে দেহটি ভাই ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল। সেটা না পেরে দেহ টুকরো করে ফ্রিজে রেখে পালিয়ে বাড়ি এসেছিল। গোটা ঘটনায় ভাই এতটাই অনুতপ্ত ছিল সে আত্মহত্যা করেছে।