আমুদরিয়া নিউজ : লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ দিকে অবস্থিত বেইরুটে ইজরায়েলের কার্পেট বম্বিংয়ের জেরে হিজবুল্লাহর ড্রোন ইউনিটের প্রধান কমান্ডার মহম্মদ সুরুর নিহত হয়েছেন। সংবাদ সংস্থা উভয়পক্ষকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে। ইসরায়েল সেনার পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিমান থেকে ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে সুরুর অবস্থান করছিলেন।
