আমুদরিয়া নিউজ : লাগাতার তিনটি রাজ্যের ভোটে খারাপ ফলাফল করেছে জার্মানির শাসক জোট। তাই সেই দায় স্বীকার করে জার্মানির সরকারের শরিক গ্রিন পার্টির নেতারা একযোগে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন। জার্মানিতে ওলাফ শলৎসের নেতৃত্বে জোট সরকারের প্রদান শরিক হল গ্রিন পার্টি। সেই দলের সকলে ইস্তপা দিতে চাওয়ায় দার্মানির জোট সরকার সঙ্কটে পড়ার আশঙ্কা রয়েছে।
তবে গ্রিন পার্টির নেতারা জানান, নভেম্বরে দলের আভ্যন্তরীণ ভোট গ্রহণের পরে ঢেলে সাজানো হবে।উঠছে। জার্মানির এখন চ্যান্সেলর হলেন ওলাফ শলৎসে। তাঁর দল ছাড়াও আরও দুটি শরিক রয়েছে সরকারে। তিন দলের জোট সরকারের তিন বছর হতে চলেছে। এই অবস্থায় সরকার কতদিন টেঁকে, মেয়াদ পূর্ণ করতে পারে কি না সেটাই দেখার বিষয়।