আমুদরিয়া নিউজ : পাহাড়ি ঝর্ণায় স্নান করতে গিয়ে মাথায় বিশাল পাথর গড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক ব্যাঙ্ক অফিসারের। শুক্রবার বাংলাদেশের চট্টগ্রামের ঘটনা। বাংলাদেশের সংবাদ সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম মহম্মদ মেহবুব হাসান। বয়স ৩১ বছর। খৈয়াছড়া এলাকার একটি ঝর্ণায় পর্যটকেরা যান। সেখানে স্নান করেন অনেকেই।
এদিন উপরে থেকে একটি বড় পাথরের চাঁই তাঁর মাথায় পড়লে তিনি লুটিয়ে পড়েন।