আমুদরিয়া নিউজ : শিলিগুড়ির বিধান মার্কেটে শনিবার সকালে বড় মাপের আগুন লেগে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ৮টি দোকান। আগুন নেভাতে দমককলের ৫টি ইঞ্জিন যায়। প্রায় তিন ঘণ্টা পরে আগুন আয়ত্বে আসে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘটনাস্থলে যান। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও ঘটনাস্থলে পৌঁছে যান।
প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, লাগাতার বৃষ্টিতে হয়তো কোথাও শর্ট সার্কিট হয়েছে বিদ্যুতের সংযোগে। সেখান থেকে একটি কাপড়ের দোকানে প্রথমে আগুন লাগে। তখন বেলা সাড়ে ৯টা হবে। বিধান মার্কেটের দোকান সাধারণত ১০টার পরে খোলে। কোনও কোনও দোকান ১১টা থেকে সাড়ে ১১টায় খোলে। যে সময়ে আগুনের সূত্রপাত তখনও দোকান বন্ধ থাকায় তা দ্রুত ছড়িয়েছে বলে তদন্তকারীদের ধারণা। পুলিশ ও দমকল আলাদাভাবে আগুন লাগার প্রকৃত কারণ কি তা খতিয়ে দেখছে। তবে বিধান মার্কেটের গলিতে দমকলের বড় গাড়ি ঢোকা নিয়ে সমস্যা আগেও হয়েছে। এদিনও হয়। রাস্তা দখল করে বসা বেশ কিছু সবজির দোকান তুলে দমকলের যাতায়াত করতে হয়।