আমুদরিয়া নিউজ : আগামীকাল, মঙ্গলবার জম্মু-কাশ্মীরে তৃতীয় ও শেষ দফার নির্বাচন। এবার কাশ্মীরের ১৬টি ও জম্মুর ২৪টি আসনে ভোট হবে। কুপওয়ারা, বারামুল্লা, বান্দিপুরা, উধমপুর, কাঠুয়া, সাম্বা ও জম্মুতে ভোট হবে। এই শেষ দফার ভোটে ভোটার সংখ্যা ৩৯ লক্ষের একটু বেশি। সকালে ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। মোট প্রার্থী ৪১৫ জন।
