আমুদরিয়া নিউজ : কানপুর টেস্টে ক্রমশ রোমহর্ষক হচ্ছে। বাংলাদেশ ২৩৩ রানে অল আউট হওয়ার পরে ভারত ব্যাট করতে নেমে ঝড় তুলেছে। যশস্বী জয়শোয়ালকে নিয়ে ওপেন করেন রোহিত শর্মা। হাসান মাহমুদের প্রথম ওভারে ৩টি চার মেরে ১২ রান করেন যশস্বী। তৃতীয় ওভারে খালেদ আহমেদের প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা মরেন রোহিত। শেষ বলে ১টি চার হাঁকান যশস্বী। তৃতীয় ওভারে হাসান বল করেন।
তখন রোহিত ১টি ছক্কা হাঁকান। যশস্বী ১টি ছয় ও ২টি চার মারেন। সেই ওভারে ওঠে ২২ রান। ৩ ওভারে ভারত সংগ্রহ করে বিনা উইকেটে ৫১ রান। যা কি না নতুন বিশ্বরেকর্ড। এখনও পর্যন্ত ভারত ৪ উইকেট হারিয়ে ১৭৪ করেছে। খেলা চলছে।