আমুদরিয়া নিউজ : কদিন পরে ৭ অক্টোবর থেকে ইঁল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হচ্ছে পাকিস্তানের। তার আগে প্রেস কনফারেন্স করছিলেন পাক ক্রিকেট ক্যাপ্টেন শন মাসুদ। সেখানে এক সাংবাদজিক প্রশ্ন করেন, তাঁর নেতৃত্বে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছে। সম্প্রতি বাংলাদেশের কাঠছে হোয়াইট ওয়াশ হয়েছে। তার পরে তাঁকে ক্যাপ্টেন রেখেছে পিসিবি। তিনি নিজে থেকে ব্যর্থতার দায় নিয়ে সরছেন না কেন! সেই প্রশ্ন শুনে মাসুদ কাছেই দাঁড়ানো পাক ক্রিকেট বোর্ডের মিডিয়া অধিকর্তা সামি উল হাসানের দিকে তাকান।
তখন হাসান বলেন, আপনারা প্রশ্ন করুন, তবে মনে রাখবেন মাসুদ পাকিস্তানের ক্যাপ্টেন, সেই সম্মান দিয়ে প্রশ্ন করুন। সোমবার পাকিস্তানের ঘটনা।