আমুদরিয়া নিউজ : রাজস্থানের জয়পুরে আছে আতিহ্যমণ্ডিত রয়েল অ্যালবার্ট হল মিউজিয়ম। এখানে রয়েছে সুপ্রাচীনকালের নানা শিল্প সামগ্রী। যা দেখার জন্য দেশ বিদেশের পর্যটকদের ভিড় উপচে পড়ে। কিন্তু, দুদিন ধরে সেই মিউজিয়ম বন্ধ রয়েছে।
কারণ, ইঁদুরেরা ছেয়ে গিয়েছে মিউডিয়মের সর্বত্র। নষ্ট করে দিচ্ছে শিল্পসামগ্রী। ইঁদুর সামাল দিতে ডাকা হয়েছে পেস্ট কনট্রোল বাহিনীকে। যেভাবেই হোক দুষ্প্রাপ্য সামগ্রীতে ভর্তি মিউজিয়মকে বাঁচাতেই হবে।
এই মিউজিয়ম ১৮৮৭ সালে শুরু হয়। রাণী ভিক্টোরিয়ার ছেলে অ্যালবার্ট এডওয়ার্ডের নামে মিউজিয়মটি হয়েছিল। গত বছর ১০ লক্ষ পর্যটক টিকিট কেটে দেখেছেন মিউজিয়ম। প্রায় ৫ কোটি টাকা আয় করেছে মিউজিয়মটি সে বছর।
জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, ৩০ জন পেস্ট কনট্রোল কর্মী কাজ করছেন। শয়ে শয়ে ইঁদুর ছোটছুটি করছে, মারা যাচ্ছে। পেস্ট কনট্রোলের কাজ হয়ে গেলেই ফের মিউজিয়মটি খুলে যাবে।
কত কিছুই আছে মিউজিয়মে!
জাদুঘরটিতে চিত্রকর্ম, গয়না, কার্পেট, হাতির দাঁত, পাথর, ধাতব ভাস্কর্য এবং স্ফটিকের কাজ সহ নিদর্শনগুলির সংগ্রহ রয়েছে। সংগ্রহে আছে গুপ্ত, কুশান, দিল্লি সুলতান আমল, মুঘল ও ব্রিটিশ আমলের মুদ্রা রয়েছে।
নানা সময়ের অস্ত্র ও বর্ম, ভাস্কর্য রয়েছে। জাপান, শ্রীলঙ্কা, মায়ানমার, হাঙ্গেরি, জার্মানি, অস্ট্রিয়ার আন্তর্জাতিক শিল্প, মৃৎপাত্র, কার্পেট, গহনা, বাদ্যযন্ত্র, হাতির দাঁত, কাঠের কাজ এবং পাথর সহ ১৯০০০ সামগ্রী রয়েছে। অনেক মিশরীয় সংগ্রহ রয়েছে। একটি মিশরীয় মমি জাদুঘরের প্রধান আকর্ষণ। ১৭ শতকের পারস্য গার্ডেন কার্পেট এবং অনেক প্রাচীন ভাস্কর্য যাদুঘরের সম্পদ।