আমুদরিয়া নিউজ : আতা গাছে তোতা পাখি, এই ছড়া শুনতে তো বেশ ভালই লাগে। যদি ঝাঁকে ঝাঁকে তোতা পাখি আপনার বাড়ির আতা গাছে বসে, জানালা, দরজায় হানা দেয় তা হলে কেমন লাগবে!
এমনই ঘটছে আর্জেন্টিনার আটলান্টিক উপকূলের কাছে হিলারিও আসকাসুবি শহরে। সেখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে তোতা পাখি। হাজের হাজারে লাল, সবুদ, সাদা তোতাপাখির হাজির হয়েছে। পাখিদের ডাক, পাখিদের বিষ্ঠায় বিরক্ত গোটা শহর। কোথাও পাখিরা বিদ্যুতের তার কেটে দিয়েছে। কোথাও ফসল নষ্ট করছে। কোথাও শিশুদের খাবার ছিনিয়ে নিচ্ছে।
সংবাদ সংস্থার দাবি অনুযায়ী, ওই শহর লাগোয়া পাহাড়ি এলাকার তোতাপাখিরা ঢুকে পড়ার কারণ, তাদের আবাসস্থল ধ্বংস করে দিয়েছে কিছু ব্যবসায়ী। বন ধ্বংস হলে পাখিরা কোথায় যাবে! পরিবেশপ্রেমীরা দ্রুত ওই এলাকায় বনভূমি রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সরকারের কাছে।