আমুদরিয়া নিউজ : ভারতে তৈরি যে বিদেশি মদ কিনছেন, তা আসল কি না নিশ্চিত করতে কিউ আর কোড (কুইক রেসপন্স কোড) চালু করছে মেঘালয় সরকার। সরকারি সূত্রে জানানো হযেছে, তিন চার মাসের মধ্যেই মেঘালয়ে তৈরি বিদেশি মদের প্রতিটির বোতলের গায়ে কিউ আর কোড থাকবে। ক্রেতা স্ক্যান করলেই বুঝতে পারবেন সব কিছু। মেঘালয় সরকারের আবগারি এ রাজস্ব বিভাগের মন্ত্রী ক্রিমেন সাইলা সংবাদ সংস্থাকে জানান, চলতি আর্থিক বছরে মদের থেকে ৫০০ কোটি টাকা রাজস্ব আদায় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এই কিউ আর কোড প্রতিটি বোতলে দিতে হবে সংস্থাকে। ফলে, সংস্থার তৈরি বোতলের নকল হলে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। এমনকী, সংস্থাও যদি গোপনে নকল মদ তৈরি করে তাও কিউ আর কোডে অমিলের কারণে ধরা পড়ে যাবে ক্রেতা স্ক্যান করলেই।

প্রতিটি মদের বোতলে কিউ আর কোড বসছে
Leave a Comment