আমুদরিয়া নিউজ : বাড়ির লোকজনের গাফিলতিতে ৬ মাসের শিশুকে প্রচুর ইঁদুর খুবলে রক্তাক্ত করে দেওয়ায় তার বাবার ১৬ বছরের জেল হয়েছে। শিশুটির মা ও মাসিও দোষী সাব্যস্ত হয়েছে। শীঘ্রই তাদের সাজা ঘোষণা হবে। আমেরিকার অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় ঘটনাটি ঘটেছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত বাবার নাম ডেবিড সোনাউবুম। তাঁর স্ত্রীর নাম এঞ্জেল, শ্যালিকার নাম ডেলিয়ানা।
গত বছরের সেপ্টেম্বরে বাড়ি ফিরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখে ডেভিড পুলিশকে ফোন করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ইঁদুর জাতীয় কিছুই খুবলে শিশুটির মুখের খানিকটা খেয়েছে। হাসপাতালে গিয়ে শিশুটি সুস্থ হলেও তার মুখের অনেকটা অংশ বিকৃত হয়ে যায়।
ইতিমধ্যে সে রাজ্যের শিশু সুরক্ষা বিভাগের অফিসাররা তদন্তে নেমে জানতে পারেন, ওই এলাকার একটি স্কুলের দুটি শিশু শিক্ষিকাদের কাছে ইঁদুরে কামড়ানোর কথা বলেছিল। সেই শিক্ষিকাদের মধ্যে একজন হলেন ডেলিয়ানা। কিন্তু, ডেলিয়ানা তাদের বলেছিলেন, হয়তো চোট লেগেছে। পুলিশ তদন্তের সময়ে জানতে পারে, ডেভিডের বাড়ি পুরোপুরি অপরিচ্ছন্ন, জঞ্জালে ভর্তি থাকায় সেখানে ইঁদুর ছাড়াও নানা পোকামাকড় ভর্তি। সে জন্য অফিসাররা তাদের ঘরবাড়ি পরিষ্কার রাখার নির্দেশ দিলেও তারা মানেনি। এক পরে শিশুটিকে ঘরে শুইয়ে রেখে মা ও মাসি কেন একযোগে চলে গিয়েছিলেন সেই প্রশ্নেও জবাব মেলেনি। সবচেয়ে গুরুতর অভিযোগ শিশুটির বাবার বিরুদ্ধে। তিনি বাড়িতে ইঁদুরের দৌরাত্ম্য। দেখেও কেন আগাম ব্যবস্থা নেনি, সেই প্রশ্নেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

৬ মাসের শিশুকে রক্তাক্ত করল ইঁদুরেরা, বাবার ১৬ বছর জেল
Leave a Comment