আমুদরিয়া নিউজ : পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে কলকাতার বাঁশদ্রোণী থানায় রাতভর অবস্থানের পরে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রী সাংসদ রূপা গাঙ্গুলীকে। তাঁকে লালবাজারে নেওয়া হবে। বুধবার সকালের দিকে বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় ক্লাস নাইনের ছাত্রের মৃত্যু হয়। তা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। ভাঙচুর হয়। তার পরে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে একজন বিজেপি কর্মী রয়েছেন। এর পরে রূপা গাঙ্গুলী থানায় গিয়ে আসল দোষীদের ধরা হচ্ছে না বলে অভিযোগে রাতভর অবস্থান করেন। সকালেও অবস্থান চলছিল।
