আমুদরিয়া নিউজ : প্যালেস্টাইনের প্রতি সমর্থন জানিয়ে আমেরিকান সংস্থার দেওয়া রুম টু রিড ইয়ং ইন্ডিয়া অ্যাওয়ার্ড ফিরিয়ে দিলেন ভারতের ঝাড়খণ্ডের এক কবি ও শিশু সাহিত্যিক। আমেরিকান সংস্থা ইউএসএআইডি এবং রুম টু রিড ইন্ডিয়া ট্রাস্টের যৌথ উদ্যোগে দেওয়া হয় ওই পুরস্কার। রুম টু রিড ইয়ং ইন্ডিয়া অ্যাওয়ার্ড। সেটাই প্রত্যাখান করলেন ভারতের জ্যাকিন্টা কেরকেট্টা। ঝাড়খণ্ডের বাসিন্দা জ্যাকিন্টা কবিতা লেখেন। শিশুদের জন্যও একাধিক বই রয়েছে তাঁর। ২০২৪ সালে তাঁকে ইয়ং ইন্ডিয়া অ্যাওয়ার্ড দেওয়ার জন্য মনোনীত করা হয়।
আদিবাসী সম্প্রদায়ের কবি জানান, তিনি প্যালেস্টাইনের প্রতি সমর্থন জানান। সে জন্য আমেরিকার দেওয়া ওই পুরস্কার নিতে পারবেন না। ছোটদের জন্য লেখা কবিতার বই জিরহুল, এর জন্য পুরস্কারটি দেওয়ার কথা ঘোষণা করেছিল সংস্থাটি। কিন্তু, প্যালেস্টাইনে যা ঘটছে তাতে আমেরিকার সমর্থন রয়েছে বলে জ্যাকিন্টা ওই পুরস্কার নিতে অস্বীকার করেছেন বলে জানিয়ে দেন।