আমুদরিয়া নিউজ : মুম্বই এবং বাকি ভারতের মধ্যে ইরানি কাপ ম্যাচের দ্বিতীয় দিনের খেলার পরেই আচমকা জ্বর অলরাউন্ডার শার্দুল ঠাকুরের। তাঁকে লখনউয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগে তিনি অসুস্থতা সত্ত্বেও সরফরাজ খানের সাথে নবম উইকেটে ৭৩ রানের জুটিতে ৩৬ রান করেন। ক্রিজে থাকাকালীন ১০২ ডিগ্রি জ্বর ছিল তাঁর। ইনিংস চলাকালীন দুবার বিরতি নিতে হয়।, সেই সময় দলের ডাক্তার দেখেছেন। পরে ভর্তি করানোর সিদ্ধান্ত হয়।