আমুদরিয়া নিউজ : যাঁরা ফেসবুককে ভালবাসেন, ফেসবুকে 24 ঘণ্টার কিছুটা সময় দেন, তাঁদের জন্য মস্ত একটা খবর!
তা হল ফেসবুক যে সংস্থার আওতায় সেই মেটার সিইও মার্ক জুকেরবার্গ আমাজনের জেফ বেজোসকে টপকে এখন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির জায়গায় পৌঁছে গিয়েছেন।
জুকেরবার্গের সম্পদের পরিমাণ এখন ২০৫ বিলিয়নের একটু বেশি। সেখানে বেজোসের ২০২ বিলিয়নের সামান্য বেশি। টেসলার সিইও এলন মাস্কের সম্পদ এদের চেয়ে ৫০ বিলিয়ন কম। তা হলে কী বলবেন!
ফেসবুকে এগিয়ে চলো। আমরা তোমার সঙ্গে আছি।
বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলতে চায় না কেন্দ্র