আমুদরিয়া নিউজ : প্রেমিক-প্রেমিকা বেড়াতে গিযেছিলেন মহারাষ্ট্রের বোপদেব ঘাটে{ বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ।
সেখানে তিন দুষ্কৃতী চড়াও হয়ে পুরুষটিকে মারধর করে আটকে রাখে। তার পরে তিনজনে গণধর্ষণ করে প্রেমিকাকে। দুষ্কৃতীরা পালালে প্রেমিক-প্রেমিকা থানায় গিয়ে অভিযোগ জানান। তরুণীকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ওই তিনজনকে খুঁজছে।