আমুদরিয়া নিউজ : চলতি বছরের মার্চে ওটিটিতে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ। মুক্তি পাওয়ার সাথে সাথে আপামর জনসাধারণের পাশাপাশি, চলচ্চিত্র সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। ৪ অক্টোবর জাপানের মাটিতে মুক্তি পেলো এই ছবিটি। ভারতের মতো জাপানেও ঝড় তুলবে এই ছবিটি এমনটাই আশা করা হচ্ছে।
২০২৫ এর অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে ছবিটিকে বেছে নেওয়ার পাশাপাশি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবার্ন ২০২৪ এও ক্রিটিক্স চয়েস বেস্ট ফিল্ম পুরস্কারটি পেয়েছে।