আমুদরিয়া নিউজ: আরও এক বাঙালির ভারত জয়। আইএমডিবির সর্বোচ্চ রেটিং পাওয়া ২৫০টি ভারতীয় সিনেমার তালিকায় ৮.১ রেটিং পেয়ে ১৭৪ তম স্থানে জায়গা পেল সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা বাইশে শ্রাবণ।
অতীতে অস্কারজয়ী কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ৫টি সিনেমা ওই তালিকায় স্থান পায়। সেগুলো হল, পথের পাঁচালি, অপরাজিত, ‘অপুর সংসার, জলসাঘর ও চারুলতা। এবার দারুণ থ্রিলার বাইশে শ্রাবণ ৬ নম্বর বাংলা ছবি সেই তালিকায়।