আমুদরিয়া নিউজ : ছত্তিশগড়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনী ৩১ জন মাওবাদীকে গুলি করে মেরেছে। বাহিনী দাবি করেছে, এটি একটি বিশাল সাফল্য।
ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গতকাল মাওবাদী বিরোধী অভিযান শুরু করেছে। সংঘর্ষের পরে এ কে সিরিজের রাইফেল এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার যৌথ অভিযানে ওর্চা এবং বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর এবং থুলথুলি গ্রামে পাঠানো হয়েছিল। তারা এসব গ্রামে চিরুনি অভিযান চালায়। দুপুরে নেন্দুর-থুলথুলির কাছে জঙ্গলে সংঘর্ষ শুরু হয়। কিছু মাওবাদী বনের গভীরে লুকিয়েছে বলে সন্দেহ নিরাপত্তা বাহিনীর।