অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে ইজরায়েলি হামলায়। ইজরায়েল হামলা করেছে গাজার একটি মসজিদে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রবিবার প্রতিবেদন দিয়েছে যে, কেন্দ্রীয় দেইর আল-বালাহর একটি মসজিদে আশ্রিত বেশকিছু মানুষ ইজরায়েলি হামলায় নিহত হয়েছে। কিন্তু ইজরায়েলি সামরিক বাহিনী দাবি করছে যে, তারা হামাস জঙ্গিদের লক্ষ্য করেই হামলা করেছে।
এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, “মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনেরও বেশি। আহত হয়েছে প্রচুর। ইজরায়েলের বোমা বিস্ফোরণে মসজিদে আশ্রয় নেয়া মানুষেরা বাস্তুহারা হয়ে সেন্ট্রাল গাজার আল-আকসা শহীদ হাসপাতালের গেটের সামনে আশ্রয় নিয়েছে”।
ইজারায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা মসজিদে হামাস সন্ত্রসবাদীদের ওপর সুনির্দিষ্ট হামলা চালিয়েছে যারা মসজিদ থেকে হামলার ছক কষছিল, এবং হামলা করছিল।