আমুদরিয়া নিউজ : মালদ্বীপে ক্ষমতাসীন হওয়ার পরে প্রথম ভারত সফরে এসেছেন সে দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। সোমবার তিনি ভারতের সঙ্গে একাধিক চুক্তি করে ফেললেন। আলোচনার পরে ভারতের প্রধানমন্ত্রী জানিয়ে দেন, প্রতিবেশীই প্রথম, এই নীতিতে চলে ভারত। তিনি জানিয়ে দেন, ভারত ও মালদ্বীপের সম্পর্ক শতাব্দী প্রাচীন। মালদ্বীপ আমাদের নিকটতম প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু।
তিনি একাধিক বিষয়ে মালদ্বীপকে সহযোগিতার আশ্বাস দেন। তাতেই আপ্লুত মুইজ্জু। তিনি মোদীর সঙ্গে বৈঠকের পরে ভারতীয় পর্যটকদের মালদ্বীপে যাওয়ার আমন্ত্রণ জানান বারেবারেই। তিনি বলেন, আরও বেশি বেশি ভারতীয় পর্যটক আসুক মালদ্বীপে। সকলকে স্বাগত।