কোচবিহারের পুজো-১
টাকা গাছ ক্লাবে থাই মন্দির
কোচবিহারের বিগ বাজেটের পুজোগুলির অন্যতম টাকা গাছ ক্লাব। হীরক জয়ন্তী বর্ষে এই ক্লাবের সুউচ্চ মন্ডপ টি তৈরি করা হয়েছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে। সঙ্গে রয়েছে আকর্ষণীয় আলোকসজ্জা। যা দর্শনার্থীদের নজর কাড়বে।
কোচবিহারের পুজো-২
হতে চাই না উমা সুভাষপল্লি ইউনিটে
কোচবিহার সুভাষপল্লি ইউনিট দারুণ আয়োজন করেছে। যা কোচবিহারবাসীর মন জয় করবে। ৭৫ তম বর্ষে এবার তাদের থিম, হতে চাই না উমা। থিম ভাবনার যথার্থ রূপায়ণ করা হয়েছে মন্ডপ জুড়ে। চন্দননগরের আলোকসজ্জাও দেখবার মতো।
কোচবিহারের পুজো-৩
দৌড় থিমে নেতাজি স্কোয়ার
নেতাজি স্কোয়ার সার্বজনীন দুর্গাপুজো। তাদের এবারের থিম দৌড়। মন্ডপের কারুকার্য ও মাতৃ মূর্তি নজরকাড়া। সুন্দর আলোকসজ্জা মন কাড়বেই।
কোচবিহারের পুজো-৪
মোদের মানা বাণীতীর্থে
বাণীতীর্থ ক্লাব। কোচবিহার শহর সংলগ্ন এই ক্লাবের ভাবনা দর্শকদের আকর্ষণ করবে। ৭৫তম বর্ষে এবারে তাদের থিম উড়তে মোদের মানা। মন্ডপের কাজ অসাধারণ।
কোচবিহারের পুজো-৫
বিক্রম বেতাল, বেলতলা ইউনিটে
বেলতলা ইউনিট। এবারেও তাদের চমক রয়েছে। এবারে তাদের থিম বিক্রম বেতাল।
কোচবিহারের পুজো-৬
গ্রামবাংলার ছবি রকি ক্লাবে
রকি ক্লাব। কোচবিহারের এই দুর্গা পুজার মন্ডপে উঠে এসেছে পুরোনো দিনের গ্রাম বাংলার ছবি। ধানের মাড়াই, লণ্ঠন, কুপি, মাটির প্রদীপ ইত্যাদি দিয়ে মন্ডপ সাজানো হয়েছে। যা সত্যি দেখার মতো।
কোচবিহারের পুজো-৭
পুতুলের দেশ গুড়িয়াহাটি ক্লাবে
কোচবিহারের গুড়িয়াহাটি ক্লাব। এবছর তাদের থিম পুতুলের দেশ।
কোচবিহারের পুজো-৮
আলপনায় সেজেছে নিউটাউন ইউনিট
কোচবিহার নিউটাউন ইউনিট। তাদের থিম বাংলার আলপনা। মন্ডপের মধ্যে আলপনার কাজ দর্শকদের মুগ্ধ করবে।