আমুদরিয়া নিউজ : এক বছর হযে গেল যুদ্ধ চলছেই ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের। লাগাতার আক্রমণ চলছে গাজায়। পাল্টা আক্রমণ চালাচ্ছে হামাসও। সেই যুদ্ধ এখন গড়িয়েছে লেবাননেও। হামাসের সঙ্গে হিজবুল্লাহও এখন হামলা চালাচ্ছে। জড়িয়ে পড়েছে ইরানও।
আসুন যুদ্ধের ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারনা পাওয়ার চেষ্টা করি। আল জাজিরা, বিবিসির মতো সংবাদ সংস্থাগুলির নেটওয়ার্ক যা হিসেব পোস্ট করছে তা দেখলে শিউরে উঠতে হয়। এক বছরে অন্তত ৫০ হাজার জন যুদ্ধের বলি হয়েছে। জখম কমপক্ষে দেড় লক্ষাধিক। এঁরা মূলত গাজা এলাকারই বাসিন্দা। ওই যুদ্ধে এখনও অবধি ১৯৮ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক কমিটির ফর প্রোটেক্টিং জাআর্নালিস্ট-এর তথ্য এটাই বলছে। আরও দাবি করা হচ্ছে, ৬ জন মহিলা সাংবাদিক সহ ৫৮ জন মিডিয়া কর্মী ইসরায়েলের হাতে বন্দি আছেন। বেশির ভাগই বিনা বিচারে বন্দি রয়েছেন বলে দাবি করেছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা।
এই অবস্থায় ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, যে লেবাননের হালও গাজার মতো বিধ্বস্ত করে দেবে তারা। হামাসের নেতারাও হুমকি দিয়ে বলেছেন, তাদের হাতে এখনও ইসরায়েলের অনেক পণবন্দি রয়েছেন। তারাও ইসরায়েলকে উচিত শিক্ষা দেবেন বলে হুমকি দিয়েছেন। হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীও কম হিংস্র নয়। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় কমপক্ষে ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হন। ২০০ জনেরও বেশি ইহুদিকে অপহরণ করে হামাস। ইসরায়েল যাদের উদ্ধার করতে না পারায় সে দেশের প্রধামনত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমালোচিত হচ্ছেন এখনও।