আমুদরিয়া নিউজ : আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তারই প্রভাবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কখনও কড়কড়ে রোদ্দুর কখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে জেলায় জেলায়। ৮ অক্টোবর অর্থাৎ এদিন থেকে, ৯ ও ১০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
১১ তারিখে উত্তরবঙ্গের উপরের জেলা- দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। দশমীর দিন আবার কিছুটা কমবে বৃষ্টি।