আমুদরিয়া নিউজ : এখন পূর্ব এশিয়ার দেশগুলির শিখর সম্মেলনে যোগ দিতে লাওসে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানে গিযেই বিশ্বশান্তি নিয়ে বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ বিশ্বশান্তির জন্য মস্ত বড় চ্যালেঞ্জ। কিন্তু জঙ্গি মোকাবিলারয় মানবিকতা ও মানবতাবাদে ভরসা রাখতেই হবে বলেছেন তিনি।
এই সময়ে যুদ্ধ চলছে মধ্য প্রাচ্যে। হামাস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে ইজরায়েল। তাতে জড়িয়েছে ইরান। ইরানের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ শুরু হয়েছে। লেবাননেও হামলা করছে ইজরায়েল। এই প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ মোকাবিলায় মানবিকতা এবং মানব ধর্মে বিশ্বাস রাখার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি জানান, মানবধর্ম সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার পথ দেখায়। তাঁর মতে, পারস্পরিক সহযোগিতা এবং মানব ধর্মের প্রতি আস্থা রেখে একসঙ্গে এগোলেই শান্তি বজায় থাকবে।