আমুদরিয়া নিউজ : দার্জিলিং শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরের ঐতিহ্যবাহী চা বাগানের বাংলো পুড়ে ছাই হযে গেল রবিবার রাতে। প্রায় ১০৫ বছরের পুরানো বাংলোটি এখন পর্যটকদের জন্য খোলা ছিল। ওই রাতে কোনও পর্যটক ছিলেন না। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। তবে বাগানের বাংলোয় পৌঁছানোর রাস্তা দুর্গম।
একেবারেই ভাল নয়। ফলে, রাত ১টা নাগাদ আগুন লাগলেও দমকল পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায. ওই বাগানটি অবশ্য এখন বন্ধ আছে।