আমুদরিয়া নিউজ : ২০২৩ সালের আগস্টে ইউক্রেন থেকে নিখোঁজ হন সাংবাদিক ভিক্টোরিয়া রোশসিনা। ইউক্রেনের যে এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন, সেটি এখন রাশিয়ার দখলে। ভিক্টোরিয়া নিখোঁজ হওয়ার ৯ মাস পর রুশ কর্তৃপক্ষ তাঁকে আটক করার খবর নিশ্চিত করে। তবে তাঁকে আটকের কোনো কারণ সে সময়ে জানানো হয়নি। রাশিয়ার সেনারা ইউক্রেনের যেসব অঞ্চলের দখল নিয়েছেন, সেখান থেকে সংবাদ সংগ্রহ প্রায অসম্ভব। বিপজ্জনকও বটে!
কিন্তু, ভিক্টোরিয়ার মতো কমবয়সী সাংবাদিককে আটকানো সোজা নয়। তাঁর লেখায় ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলগুলোর ভয়াবহ পরিস্থিতির ছবি উঠে আসত। ঝুঁকি থাকায় ভিক্টোরিয়ার মা ও বাবা তাঁর অফিসে ফোন কারে তাঁকে নিরাপদ এলাকায় পাঠানোর অনুরোধ করেছিলেন। কিন্তু জেদি ও সাহসিনী ভিক্টোরিয়া কারও পরোয়া করেননি।
২০২৪ সালের জুলাইয়ে ভিক্টোরিয়ার বাবাকে তিনি জানান, পোল্যান্ড ও রাশিয়া হয়ে ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলের সীমান্তে কয়েক দিন ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে জানতে পারেন, ভিক্টোরিয়াকে মে মাসে রাশিয়ার দক্ষিণাঞ্চলের তাগানরোগের ২ নম্বর বন্দিশালায় বন্দি করা হয়। ইউক্রেনের বন্দীদের সঙ্গে নিষ্ঠুর আচরণের জন্য রাশিয়ার এই বন্দিশালার দুর্নাম আছে। এর পরে ভিক্টোরিয়া কারাগারে অনশনে বসেন। সে সময়েই তাঁর মৃত্যু হয়। তাঁকে মারা হয়েছে নাকি অনশনের সুযোগ নিয়ে মারা হয়েছে তা স্পষ্ট নয় বাড়ির কারও কাছে। রাশিয়া সরকারিভাবে কোনও মন্তব্য করেনি সংবাদ সংস্থার কাছে।