আমুদরিয়া নিউজ : মনোরোগ বিভাগে দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসকের দেখা মেলেনি। তাই ক্ষুব্ধ হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভাঙচুর করেছেন কয়েকজন রোগীর আত্মীয়স্বজন। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ৩ জনকে আটক করেছে।