আমুদরিয়া নিউজ : কদিন আগেই সিতাইয়ের মহারাজ আক্রান্ত হয়েছেন। তা নিয়ে এলাকার ভক্তদের ক্ষোভ রয়েছে। বুধবার সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম মঠের মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সন্ন্যাসীর সঙ্গে দেখা করেন। সে সময়ে তাঁর ফোনেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্ন্যাসী মহারাজের কথা হয়। তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।