আমুদরিয়া নিউজ : বাথরুম থেকে এক তৃণমূল শ্রমিক নেতার রক্তাক্ত দেহ উদ্ধার হল। বাড়ির লোকজনদের অনেকেরই সন্দেহ, দ্বিতীয় স্ত্রী তাঁকে খুন করেছে। হুদলির আরামবাগের বাসুদেবপুর এলাকার ঘটনা।
পুলিশ ঘটনার তদন্তে নেমে দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে।
মৃতের নাম, ফায়েজউদ্দিন খান। তিনি আরামবাগ শহর তৃণমূল পরিচালিত টোটো সংগঠনের সম্পাদক। তিরোল দাদনপুর গ্রামের বাসিন্দা ফায়েজ। বুধবার সকালে তাঁর বাড়ির শৌচালয় থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বছরখানেক আগে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। রেশমা খাতুনের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। অভিযোগ উঠেছে, রেশমা নাকি বিয়ের পর থেকেই তৃণমূল নেতাকে দেশের বাড়ি ছেড়ে আরামবাগ শহরে বসবাসের জন্য চাপ দিচ্ছিলেন। সেই মতো গত চার দিন আগে আরামবাগ শহরের বাসুদেবপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন দুজনে।